কালচারাল ইয়ার্ড ডেস্ক:
জনপ্রিয় ওয়েবস্ট্রিম চরকি এবার নিয়ে আসছে ১২ জন জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার ছবি নিয়ে সিরিজ। ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের সিরিজের তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার ৩ আগস্ট এক সংবাদ সম্মেলনে চরকি এ বিষয়ে বিস্তারিত জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর শুরু হয়ে আগামী বছর পযন্ত পর্যায়ক্রমে এই ছবিগুলো চরকি ওয়েবস্ট্রিমে সিরিজ মুক্তি পাবে। এ সিরিজের কো-প্রডিউসার হিসেবে সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এই সিরিজের একটি ছবিও নির্মাণ করবেন। ভালোবাসার ভিন্ন সব রঙ, ভালোবাসার বিচিত্র সব রূপ, ভালোবাসার বৈচিত্র্যময় সব অনুভূতিসহ ১২টি ছবি নির্মাণ করা হবে এই সিরিজে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিরিজের ১২ নির্মাতাকে শপথ বাক্যও পাঠ করানো হয়। বরেণ্য অভিনেতা-নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এ শপথবাক্য পাঠ করান নির্মাতাদের।
চরকি-র সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলো-র সম্পাদক মতিউর রহমান বিশেষ বক্তৃতা করেন। জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এই সিরিজের ১২টি ছবির মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করবেন ‘Something like an autobiography’ এবং ‘Last Defenders Of Monogamy’নামের দুটি ছবি। শিহাব শাহীন নির্মাণ করছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও রেদওয়ান রনি নির্মাণ করছেন ‘উঁকি’, আশফাক নিপুন নির্মাণ করছেন ‘উই নিড টু টক’।
আবু শাহেদ ইমন নির্মাণ করছেন ‘অবনী’, রবিউল আলম রবি নির্মাণ করছেন ‘ফরগেট মি নট’।
রায়হান রাফী ‘মুহাব্বাত’, রাকা নোশিন নাওয়ার এবং শঙ্খ দাশগুপ্ত ‘ফিফটি ফিফটি’, আরিফুর রহমান ‘জুঁই’, রেজাউর রাহমান ৩৬-২৪-৩৬ ও অনম বিশ্বাস সোল্ডারম্যান নির্মাণ করছেন।
আরও পড়ুন: ঈদের পরেও কিছু ছবি আসতে পারতো: সরয়ার ফারুকী