রাজধানীতে রবীন্দ্র স্মরণানুষ্ঠান ‘মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাঙালির প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ২২ শ্রাবণের। শ্রাবণের ধারায় কবকে স্মরণ করতে দুদিনের স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। শুক্র ও শনিবার রাজধানীর ধানমন্ডির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর রিসার্চ বিল্ডিং মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।
প্রতি বছরের মতো কবিগুরুকে গানের কথামালায় স্মরণ করতে রবীন্দ্রনাথের রচিত বিভিন্ন পর্যায়ের গান ও কবিতা দিয়ে স্মরণানুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানালেন সংস্থার সভাপতি তপন মাহমুদ। সংস্থার শতাধিক শিল্পী ছাড়াও দেশের খ্যাতিমান বেশ কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশ নেবেন বলেও জানান তিনি।
শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে। সবার জন্য আয়োজনটি উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি।
তিনি আরও জানান, ‘মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো’এই প্রতিপাদ্যে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। ১৯১৪ সালে শান্তিনিকেতনে বসে পূজা পর্যায়ে এই গানটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহানা রাগ ও ঝাঁপতালে রচিত গানটি দিনেন্দ্রনাথ ঠাকুর ও ইন্দিরা দেবী স্বরলিপি রচনা করেছেন।
তপন মাহমুদ জানিয়েছেন, বর্ষা বিষয়ক গানের সঙ্গে প্রেম, পূজা ও প্রকৃতি পর্যায়ের গান ও কবিতা রাখা হয়েছে এই আয়োজনে।