দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বাণিজ্যিক চলচ্চিত্রে যেমন নায়িকা হিসেবে সুপরিচিত। একই সঙ্গে শিল্পসমৃদ্ধ সিনেমার জাত অভিনেত্রী হিসেবেও জাত চিনিয়েছেন। টালিউড ও ঢালিউডে নব্ব্ই দশক থেকে সমান ভাবে কাঁপিয়েছেন। তিনি বছর ঘুরে আবার ঢাকায় পা রাখলেন শনিবার ১২ আগস্ট।
এদিন বিকালে একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান। জানা গেছে, যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্পর্শ’ চলচ্চিত্রে অভিনয় করার কথা রয়েছে তার। এ বিষয়ে তিনি শনিবার প্রেস কনফারেন্সে অংশ নেন।
ঋতুপর্ণার সঙ্গে এ সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।
‘বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত যৌথভাবে ছবিটি নির্মাণ করছেন।
সর্বশেষ চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্রের প্রযোজনায় ঋতুপর্ণা নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মিত ‘জ্যাম’সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন। এর আগে তিনি বাংলাদেশের নায়ক আলমগীর নির্মিত একটি সিনেমার গল্প সিনেমায় অভিনয় করেন।
ভারত ও বাংলাদেশের বেশকিছু ভিন্ন ধারার সিনেমায়ও অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিগঞ্জের ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন ও ঢালিউডের আরেফিন শুভ’র সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ছবি আহারে বেশ প্রশংসিত হয়েছে গত কয়েক বছরে।
বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’র মাধ্যমে ১৯৮৯ সালে অভিনয় জীবন শুরু করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রভাত রায়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘শ্বেতপাথরের থালা’তে অভিষেক হয় তার।