কালচারাল ইয়ার্ড ডেস্ক:
তরুণ সিনেমাটোগ্রাফার ও চলচ্চিত্র সংসদ কর্মী হুমায়ূন রশিদ আবীরের মৃত্যুর কারণ অনুসন্ধান ও সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার মানববন্ধন অনুষ্ঠানের ডাক দিয়েছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদ। তিনি চলিচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ৭ম ব্যাচেরও শিক্ষার্থী ছিলেন।
শনিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই মানববন্ধনে স্বাধীন চলচ্চিত্রকর্মীরাসহ বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা ও সংশ্লিষ্ট কুশলীরা উপস্থিত থাকবেন।
এদিকে আবীরের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মী ও সহযোদ্ধারা শোক জানিয়েছেন। শোকাহত চলচ্চিত্রকর্মীরা আবীরের অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান ও এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন এ বিষয়ে বলেন, চলচ্চিত্র সংসদ কর্মী, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির দপ্তর সম্পাদক হুমায়ূন রশিদ আবীর একজন চলচ্চিত্রকর্মী এবং চলচ্চিত্র সংসদকর্মীই শুধু ছিলেন না, আবির প্রাচ্যনাটে থিয়েটার স্কুলের একজন শিক্ষার্থী ও কর্মী ছিলেন, আবির বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সিনেমাটোগ্রাফি কোর্সের কোর্স কো-অর্ডিনেটর ছিলেন৷ গত মার্চের ১৯ তারিখে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের ৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী আয়োজনের জন্য রাত-দিন নিরলস শ্রম-সময়-মেধা দিয়ে আয়োজনকে সফল করার যা কিছু করা সম্ভব, তার সবই করেছেন৷ কখনও কোনো দায়িত্ব দিলে আবির তা আনডান অবস্থায় রাখতেন না৷ এমন নিষ্ঠাবান একজন সংস্কৃতিকর্মী কি সহজে তৈরি হয়?
হয় না৷ আর তাই আবিরের এই অকাল মৃত্যু কেবল ব্যক্তিগত বেদনার নয়, কিংবা সাংগঠনিক শোকের নয়, বরং দেশের জন্য এ অনেক বড় ক্ষতি৷
তিনি বলেন, এই ক্ষতি আমাদের কি কারণে হলো তার খোঁজ এখন পুলিশকে করতে হবে৷ আইনশৃঙ্খলার রক্ষায় নিয়োজিত আমাদের বিভিন্ন সংস্থাগুলোকে খুঁজে দেখতে হবে আবিরের মৃত্যুর কারণ৷
আমি চাই আবিরের মৃত্যুর সত্য কারণ উদঘাটিত হোক৷ আবিরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক, এবং আমরা আবিরের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি৷
বেলায়াত হোসেন মামুন জানান ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি শনিবার ১৯ আগস্ট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হবেন আবীরের মৃত্যুর কারণ অনুসন্ধান ও সুষ্ঠু তদন্তের দাবীতে।
এই দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদ প্রেসক্লাবে মানববন্ধনে দাঁড়াবেন।
প্রাক্তনী সংসদের সভাপতি কাজী আতিকুর রহমান অভি ও সাধারণ সম্পাদক রাজন তালকুদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হুমায়ুন রশিদ আবীরের অস্বাভাবিক অকাল প্রয়াণ আমাদের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য অপুরনীয় ক্ষতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবীরের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীতে ১৯ আগষ্ট ২০২৩ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধনে সম্মিলিত হতে যাচ্ছি। আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি।