মারা গেছেন অভিনেত্রী হোমায়রা হিমু, মৃত্যু নিয়ে রহস্য
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার এই হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েছে সহশিল্পীরা। এটি হত্যা নাকি আত্নহত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে চলছে বিশ্লেষণ।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম হিমুর মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়েছেন রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুটিতে ঘিরে রহস্য দেখছেন শিল্পীরা। ধারণা করা হচ্ছে তিনি আত্নহত্যা করেছেন।
অসংখ্য টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন হুমায়রা হিমু। তিনি আমার বন্ধু রাশেদ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আসেন।