দক্ষিণ কোরিয়ায় প্রদর্শিত হচ্ছে বাংলাদেশী প্রামাণ্য ছবি “হাউসের ধুয়া”
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
তরুণ চলচ্চিত্র নির্মাতা মোঃ রাসেল রানার (দোজা) নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র “হাউসের ধুয়া” দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য তৃতীয় সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩”এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া উৎসবটির তৃতীয় দিন অর্থাৎ ৩ ডিসেম্বর স্থানীয় সময় বেলা ১২ টায় ছবিটি প্রদর্শিত হবে। উৎসব চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
তরুণ চলচ্চিত্র নির্মাতা মোঃ রাসেল রানার (দোজা) বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমার উপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ইনস্টিটিউট থেকেই ছবিটি সরকারি অর্থায়নে প্রযোজনা করা হয়েছে তিনি এ ছবিটি উৎসবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লোকসঙ্গীতের প্রাচীনতম জনপ্রিয় ধারা ধুয়া গানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই চলচ্চিত্রের প্রেক্ষাপট। কর্মজীবনের সাথে সঙ্গীতের অবিচ্ছেদ্যতার চিত্র উঠে এসেছে চলচ্চিত্রটিতে। চলচ্চিত্রটিতে সুক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে এই গানের পরিবেশনরীতি, গানের বিষয়বস্তু, ব্যবহৃত বাদ্যযন্ত্র, গান রচনার প্রেক্ষাপট, শিল্পীদের বিভিন্ন জায়গায় এ গান পরিবেশন করার অভিজ্ঞতার নানাচিত্র।
বিলুপ্তপ্রায় এই লোকসংগীতের উপর নির্মিত প্রামাণ্যচিত্রটিতে বাংলার নিজস্ব সংস্কৃতির স্বরূপ সন্ধানের চেষ্টায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রদের একটি বড় দল দীর্ঘদিন কাজ করেছে জামালপুর জেলার মেলান্দহ থানার রেখির পাড়া, তেলিপাড়া ও পলাশতলা গ্রামের লোকশিল্পীদের নিয়ে।
চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মানজারে হাসীন মুরাদের তত্ত্বাবধানে নির্মাতা নিজেই চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি গবেষণা ও চিত্রনাট্য রচনা করেছেন।
চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রযোজনায় নির্মিত। এটি নির্মাতা দোজার চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের তৃতীয় সেমিস্টারের ফাইনাল প্রোডাকশন। ছবিটি এর আগে জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ছবিটি প্রশংসিত হয়েছে। বেশ কিছু পুরস্কারও জিতেছে ছবিটি।