‘বদলা- দ্য রিভেঞ্জ’ ছবির জন্য চুক্তি স্বাক্ষর করলেন ঝুমুর আসমা জুঁই
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
তরুণ চলচ্চিত্র নির্মাতা ঝুমুর আসমা জুঁই দ্বিতীয়বারের মতো নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছবি ‘বদলা- দ্য রিভেঞ্জ’। রুবায়েত হাসানের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছেন আজ ইন্টারন্যাশনাল। ছবিটির নির্মাতা প্রযোজক প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছেন।
২ ডিসেম্বর শনিবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন লিটন ও সিইও আয়েশা সিদ্দিকার উপস্থিতিতে ঝুমুর আসমা জুঁই উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর করেন।
পরিচালক সমিতির সাবেক মহাসচিব, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু, ছবিটির নির্বাহী পরিচালক আরিফ সিদ্দিকী, নাজমুল হাসান, জাহিদ হাসান, সাগর চন্দ্র রায়, চিত্রগ্রাহক শওকত হোসেন, সহকারী পরিচালক মঈন, চলচ্চিত্র সম্পাদক মনিরুল ইসলামসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
ঝুমুর আসমা জুঁই বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেন। তিনি ইতোমধ্যে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি চলচ্চিত্র নির্মাণ করে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন।
তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুই পয়সার মানুষ’ নির্মাণের প্রি প্রোডাকশন চলছে বলে জানিয়েছেন তিনি। ছবিটি শেষ করে এই সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি ২০২২-২০২৩ সালের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।