নব্বই দশকের তুমুল জনপ্রিয় ঢালিউড সুপারস্টার নায়িকা শাবনূরের ৪৫তম জন্মদিন আজ। এদিনে প্রায় ৩ বছর পরে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন তিনি। এসেই একটি সিনেমার প্রযোজনা অফিসে সময় দিচ্ছেন। গল্প শুনছেন, চিত্রনাট্য নিয়ে পড়াশুনা চলছে, প্রযোজক ও পরিচালকের সঙ্গে মিটিং চলছে। খুব শীঘ্রই খবর আসবে নতুন সিনেমার।
অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর ছয় মাস পরপর দেশে আসেন। তবে এবার পুরো ৩ বছর ফিরলেন তিনি। আর তাও ফেরার খবরটা পুরো গোপন রাখলেন তিনি। গোপনে জমানো কিছু কাজ করছেন নীরবে।
সংবাদকর্মীদের অনুসন্ধানী তথ্যে জানা গেছে, নতুন সিনেমা নিয়ে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কাজ করছেন তিনি। নিজের ফিটনেসকে যথাসম্ভব ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছেন। আগামী বছরের যে কোনো একটি ঈদে শাবনূরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে এমনটাই জানা গেছে। আরও জানা গেছে গুনী পরিচালক চয়নিকা চৌধুরীর পরিচালনায় শাবনুরের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক মাহফুজ আহমেদ।
কাজী শারমীন নাহিদ নূপুর মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় নাম লেখান। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রের শাবনুর হন। তার প্রথম ছবি ‘চাঁদনী রাতে’ সাব্বিরের বিপরীতে। তিনি নায়ক ছাড়াই সফল নায়িকা। তবে নব্বই দশকের সুপারস্টার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র বিপরীকে সর্বোচ্চ সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। সালমান-শাবনুর জুটিতে বাংলাদেশী চলচ্চিত্রের সফল জুটি বলা হয়।
২০১২ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করেছিলেন শাবনুর। তবে ২০২০ সালেল ২৬ জানুয়ারি বিবাহ বিচ্ছেদ ঘটে তার। এরপর থেকে তিনি ছেলে আইজান ও মা, ভাই, বোনকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। মাঝেমাঝে ছেলে আইয়ান ও বোনকে নিয়ে ইউটিউবিংও করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাঝেমাঝে সরব হন তিনি।