কালচারাল ইয়ার্ড ডেস্ক:
শনিবার ২০ জানুয়ারি পর্দা উঠছে ৯ দিনব্যাপী ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২৮ জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উৎসবের উদ্বোধনীতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর উপস্থিত থাকবেন। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত বাংলাদেশের জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’প্রদর্শন করা হবে। এদিন দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ও শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগানকে সামনে রেখে ১০টি বিভাগে বিশ্বের ৭৪টি দেশের মোট আড়াইশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম বিভাগে-এ সিনেমাগুলো প্রদর্শিত হবে।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনগুলোতে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন দেশের সিনেমাপ্রেমী হাজারও দর্শক। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দর্শকরা সিনেমাগুলো উপভোগ করতে পারবেন।
উৎসবে ২১ ও ২২ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক দশম আন্তর্জাতিক ফিল্ম মেকারস্ কনফারেন্স ঢাকা্ ক্লাবের স্যামসন লাউঞ্জে র তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে। এ সেশনে উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকবেন।
আগামী ২৩-২৬ জানুয়ারি আঁলিয়াস ফ্রসেস গ্যালারিতে নির্মাতাদের মিথস্ক্রিয়ামূলক চারদিনব্যাপী সেমিনার ও কর্মশালা ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই কর্মশালা থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ চিত্রনাট্য পাবে নগদ ৫ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৩ হাজার মার্কিন ডলার এবং তৃতীয় স্থান অধিকারী চিত্রনাট্য পাবে ২ হাজার মার্কিন ডলার।
এবার দ্বিতীয়বারের মতো উৎসবে থাকছে মাস্টার ক্লাস। ২৭ জানুয়ারি জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে সারাদিন ধরে এই মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। এতে প্রথম সেশনে কথা বলবেন চীনের সাংহাই ফিল্ম এসোসিয়েশনের ডেপুটি চেয়ার, বিশিষ্ট চলচ্চিত্র পণ্ডিত ডক্টর শি চুয়ান। দ্বিতীয় সেশনে থাকবেন ইরানি চলচ্চিত্রকার মাজিদ মাজিদি। তৃতীয় সেশনে অংশ নেবেন উপমহাদেশের প্রথ্যাত গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত।
সেশনগুলো পরিচালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র লেখক ও সমালোচক বিধান রিবেরু। মাস্টারক্লাস শেষে পরিবেশিত হবে অঞ্জন দত্তের গান। এই চারটি সেশনের জন্যই অগ্রিম নিবন্ধন করতে হবে। ২৭ জানুয়ারির আগে ফেস্টিভ্যালের ফেসবুক পেইজ থেকে লিংকে ক্লিক করে এই সেশনগুলোর রেজিস্ট্রেশন করা যাবে।
২৮ জানুয়ারি পুরস্কার বিতরণী ও জমকালো সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষহবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
আরও পড়ুন: ঢাকায় ও গোয়ায় জয়ার ইরানি বাংলা ছবির প্রিমিয়ার