কালচারাল ইয়ার্ড ডেস্ক:
প্রাঙ্গণেমোর’র দুই কর্ণধার অনন্ত হীরা ও নূনা আফরোজ এবার মঞ্চে নিয়ে আসছেন নাটক ‘অভিনেতা’। আগামী ৮ মার্চ নারী দিবসেই সন্ধ্যা ৭টায় এই নাটক মঞ্চস্থ হবে জাতীয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
‘অভিনেতা’রচনা করেছেন অনন্ত হিরা, আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এর আগে অবশ্য মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সম্প্রতি নাটকটির একটি কারিগরি প্রদর্শনী হয়েছে।
‘অভিনেতা’ নাটকটি নিয়ে নিজেদের আশার কথা জানিয়েছেন নির্দেশক নূনা আফরোজ ও রচয়িতা অনন্ত হীরা। নির্দেশক বলেন, ‘কবি জীবনানন্দ দাশ বলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। একই ভাবনার উত্তরাধিকার সকলেই অভিনেতা, কেউ কেউ শিল্পী।
তিনি বলেন, ‘আমাদের ‘অভিনেতা’ শিল্পী এবং শিল্পযোদ্ধা। সে বাঁচে বাংলাদেশে কিন্তু সে লড়াই করে পৃথিবীর সকল বঞ্চিত, নিপীড়িত মানুষের জন্য, মানুষের হয়ে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কুসংস্কার, ধর্মান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি ও রুচিহীনতার বিরুদ্ধে সে লড়াই করে।’
অনন্ত হিরা, প্রকৃতি শিকদার ও সবুক্তগীন শুভ অভিনেতা নাটকে অভিনয় করেন। নূনা আফরোজ এই নাটকে নির্দেশনা ও কস্টিউম ডিজাইন করেছেন। মঞ্চ সজ্জায় আছেন সাজু খাদেম, আলো প্রক্ষেপণে ঠাণ্ডু রায়হান ও সঙ্গীতে আছেন নীল কামরুল।
এছাড়া নাটকটিতে পোস্টার করেছেন চারু পিন্টু। কোরিওগ্রাফি করছেন প্রকৃতি শিকদার। রূপসজ্জা করছেন মোহাম্মদ আলী বাবুল।
নির্দেশক ও অভিনয়শিল্পী নূনা আফরোজ ‘স্বদেশী’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘আমি ও রবীন্দ্রনাথ’ ও ‘কৃষ্ণচূড়া দিন’ নাটকের নির্দেশনা দিয়েছিলেন। তিনি বহু মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করছেন গত তিন দশক ধরে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার বেদনাবিধুর আখ্যান ‘জনকের অনন্তযাত্রা’