বলিউড ছবি আমদানি নিয়ে ঘটে গেছে কত তুলকালাম। এর মধ্যেই আবারও বলিউড সিনেমা ক্রু আমদানি করলো স্টার সিনেপ্লেক্স। ঈদের আগ পর্যন্ত চলবে এই ছবি। প্রতিষ্ঠানটি এর আগে হলিউড ছবি আমদানি করলেও বলিউড ছবি আমদানি তাদের এই প্রথম।
বলিউড থেকে এবার শাহরুখ-সালমানের সিনেমা নয় আমদানি করা হয়েছে ভিন্ন ধারার নারীপ্রধান সিনেমা ‘ক্রু’।বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা ও কৃতির অভিনয়ে নির্মিত এই সিনেমা।
আগামী ২৯ মার্চ ভারতসহ বিশ্বের নানা দেশের সঙ্গে একই সময়ে বাংলাদেশের ছবিটি মুক্তি পাচ্ছে। চলবে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়। অন্যান্য প্রেক্ষাগৃহেও ছবিটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা ও গণমাধ্যম মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।
জানা গেছে, এবারের ঈদে প্রায় এক ডজন সিনেমা মুক্তি পাচ্ছে। এই ছবিগুলো নিয়ে যখন নানা খবরে ভরপুর। এর আগে রোজার মাসে প্রথমবারের মতো চলবে আমদানিকৃত ভারতীয় সিনেমা।
তবে ঈদের দিন থেকে ছবিটি চলবে না বলে জানিয়েছেন মেসবাহ উদ্দিন আহমেদ।
ক্রু সিনেমাটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন। ছবিটিতে অভিনয় করেছেন টাবু, কারিনা ও কৃতি। এয়ারলাইন ইন্ডাস্ট্রির পটভূমিতে সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এতে উঠে আসবে বিমানবালার জীবন, ক্যারিয়ার, আকাঙ্ক্ষাসহ নানান জটিলতার গল্প।