ভারতীয় বাংলার গুনী চলচ্চিত্র নির্মাতা ছিলেন প্রয়াত ঋতুপর্ণ ঘোষ। ভিন্ন ধারার সিনেমা নির্মাণে জনপ্রিয় তারকাদের উপস্থিত করে টালিগঞ্জ থেকে বলিউডে ভিন্ন ধারায় জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। টেলিভিশন সিরিজ থেকে টিভি শো হোস্ট হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। কিন্তু অনেকটাই আকস্মিকভাবে ২০১৩ সালের ১৩ মে মারা যান তিনি। তার প্রয়াণের ১১ বছর কেটে গেছে। জানা গেছে স্টার জলসার পুরনো শো ঘোষ এণ্ড কোম্পানির মাধ্যমে তিনি আবারও টিভি পর্দায় ফিরছেন।
জানা গেছে, কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার জলসায় ঋতুপর্ণের সঞ্চালনায় ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ প্রচারিত হতো। যে সব শো-তে হাজির হয়েছিলেন, প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অভিনেত্রী অপর্ণা সেন। হালের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়, নির্মাতা ও গায়ক অঞ্জন দত্ত, সঞ্চালক মীর আফসার আলী মীর থেকে শুরু করে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুনী মানুষেরা।
স্টার জলসায় আবার পুন:প্রচার করা হবে ঋতুপর্ণ ঘোষের উপস্থাপনায় ঘোষ এন্ড কোম্পানি। তবে কবে নাগাদ শুরু হবে তা এখনও নিশ্চিত করেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানের একটি প্রমো টেলিভিশনের পর্দায় চালানো হয়েছে বলে জানা গেছে।
ঋতুপর্ণ ঘোষকে বাংলা চলচ্চিত্রে সত্যজিত রায় পরবর্তী সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নির্মাতা বলা হয়।
তাঁর প্রথম ছবি হীরের আংটি। দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিচিত্র বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি প্রায় ১৯টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
ঋতুপর্ণ ঘোষের সর্বশেষ সিনেমা চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার কাঠামো অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। ছবিটি ৬০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পায়।
ঘোষ এন্ড কোম্পানি ছাড়াও ঋতুপর্ণ ঘোষ ইটিভি বাংলার এবং ঋতুপর্ণ সঞ্চালনা করেন। এছাড়া তিনি বাংলা ফিল্ম ম্যাগাজিন আনন্দলোক সম্পাদনা করেন।