সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বায়োপিক নির্মাণ করেছিলেন প্রয়াত কিংবদন্তি গীতিকার-প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। ২০১৩ সালে নির্মিত ছবি ‘আপসহীন’১১ বছর পরে মুক্তির প্রতীক্ষায়। জানা গেছে এই সিনেমায় আওয়ামী লীগের সময়ে বেশ প্রভাবশালী অভিনয়শিল্পী নিপুণ আক্তার এই সিনেমায় খালেদা জিয়ার ভূমিকায় অভিনয় করেছেন।
এই ছবিটি প্রযোজনা করেছেন জাতীয়বাদী সাংষ্কৃতিক সংগঠন জাসাস নেতা অভিনেতা হেলাল খান। ২০১৩ সালের নভেম্বরে শুটিং শুরু করেছিলেন তিনি। সে সময় পোস্ট প্রোডাকশনের কাজও শেষ করেছিলেন তিনি। তবে তার আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের [৫ জানুয়ারি] আগে ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার ইচ্ছা ছিলো তার। তবে ১১ বছর পর ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন হেলাল খান। এবার ছবিটিতে বেশ কিছু পরিবর্তন-পরিমার্জন করে মুক্তি দেওয়ার চিন্তা করছেন তিনি। তবে এর আগে খালেদা জিয়ার সঙ্গে এ নিয়ে দেখা করার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে ছবিটিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ আক্তার জানিয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারের অনুরোধে তিনি খালেদা জিয়ার জীবনী নিয়ে ‘আপসহীন’ছবিটিতে নাম ভূমিকায় অভিনয়ে রাজি হয়েছেন। শুটিংয়ের আগে বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক পড়াশোনাও করেছেন নিপুণ। গাজী মাজহারুল আনোয়ারই তাঁকে সহযোগিতা করেছিলেন।
খালেদার ভূমিকায় অভিনয় করার সুযোগ দেওয়ায় গাজী মাজহারুল আনোয়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিপুণ।